শীতলকুচীর কৃষক উকিল বর্মনের ঘরে ফেরা, বিজেপির প্রতিনিধিদলের সাক্ষাৎ ও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
শীতলকুচীর কৃষক উকিল বর্মন, যিনি বাংলাদেশের দুষ্কৃতীদের দ্বারা অপহৃত হয়েছিলেন, অবশেষে ঘরে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএসএফ-এর তৎপর হস্তক্ষেপে তাঁর মুক্তি সম্ভব হয়েছে বলে জানা গেছে।
আজ তাঁর কুশল সংবাদ জানতে ও পরিবারের পাশে থাকার বার্তা দিতে বিজেপির একটি প্রতিনিধিদল তাঁর বাড়িতে পৌঁছায়। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও বিধায়ক দীপক বর্মন , কোচবিহার জেলার বিজেপি সভাপতি অভিজিত বর্মন, শিলিগুড়ির বিধায়ক ডা.শঙ্কর ঘোষ, বরেন চন্দ্র বর্মন, নিখিল রঞ্জন দে, সুকুমার রায় ও সুশীল বর্মন,মালতি রাভা রায় সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উকিল বর্মনকে নিয়ে তৃণমূল কংগ্রেস নানা রকম বাধা সৃষ্টি করছে ও তাঁকে হেনস্থা করছে। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। এই ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপির ওই প্রতিনিধি দল,ও তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে লিখিত আকারে পুলিশকে জানিয়েছে বলে দাবি করছে বিজেপি।