ফের বিন্নাগুড়ি অঞ্চলের সভাপতির দায়িত্বে তুষার কান্তি দত্ত, দলের প্রতি একনিষ্ঠ লড়াকু নেতার প্রত্যাবর্তন


নিজস্ব সংবাদদাতা, রাজগঞ্জ:
দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তুষার কান্তি দত্ত আবারও দায়িত্ব পেলেন বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে। দলের প্রতি নিষ্ঠা ও সাফল্যের ধারাবাহিকতায় তাঁর এই প্রত্যাবর্তনে আনন্দিত কর্মী ও সমর্থকেরা।

তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনে তুষারবাবুর ভূমিকা দীর্ঘ দিনের। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দক্ষতার সঙ্গে বিন্নাগুড়ি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলান। পরে দলের আস্থা অর্জন করে তিনি ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব পালন করেন, যেখানে সংগঠন আরও মজবুত হয় তাঁর নেতৃত্বে।

এর পাশাপাশি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে তিনি এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখেন। এখন ফের তাঁকে বিন্নাগুড়ি অঞ্চল 2(সাংগঠনিক)তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পেয়ে তুষার কান্তি দত্ত বলেন, “দল যখন যেখানেই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সর্বশক্তি দিয়ে তা পালনের চেষ্টা করেছি। পদ আমার কাছে বড় নয় — দলের প্রতি নিষ্ঠা ও দায়িত্বই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও সেই ভাবনাতেই কাজ করে যাব।”

দলীয় সূত্রে জানা গেছে, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিন্নাগুড়ি অঞ্চলের সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী নেতৃত্ব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন