উচ্চমাধ্যমিকে ৪৭৭ নম্বর, রাজগঞ্জের সম্ভাব্য টপার কেয়া রায়, হতে চায় আইনজীবী!
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ, ৭ মে: রাজগঞ্জের এম.এন. হাই স্কুলের ছাত্রী কেয়া রায় এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেয়ে সম্ভাব্য রাজগঞ্জ টপার হিসেবে উঠে এসেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসে এই অসাধারণ সাফল্য কেয়ার জীবনযুদ্ধের এক গর্বিত অধ্যায় রচনা করেছে।
কেয়ার বাড়ি রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিশাপ পাড়ায়। তার বাবা কলিন রায় পেশায় একজন কৃষক। কৃষিকাজ করেই পরিবারের যাবতীয় খরচ চালান তিনি। অর্থনৈতিক দিক থেকে সাধারণ হলেও, শিক্ষার প্রতি কেয়া ও তার পরিবারের আগ্রহ ও অঙ্গীকার ছিল বরাবরই দৃঢ়।
পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই কেয়ার সাফল্যে আনন্দে ভাসছে গোটা পরিবার ও এলাকাবাসী। গ্রামীণ পটভূমি থেকে উঠে আসা কেয়ার এই অর্জন অনেক ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—স্কুল টপার হয়েও কেয়ার শিক্ষক হওয়ার কোনও ইচ্ছা নেই। সে জানিয়েছে, “বর্তমান পশ্চিমবঙ্গে শিক্ষকদের অবস্থা খুবই করুণ। চাকরি নেই, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, বেকারত্ব—সব মিলিয়ে এই পেশায় আগ্রহ হারিয়েছি।”
এমন অবস্থায় সে আইন নিয়ে পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে একজন এডভোকেট বা আইনজীবী হয়ে সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করতে চায়।
এম এন হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি শেখ উমর ফারুক কেয়ার সাফল্যে গর্বিত এবং তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। কেয়ার মতো ছাত্রীরা যে প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে পারে, সেটাই প্রমাণ করে দিল এই সাফল্য।