টেস্ট থেকে বিদায় রোহিত শর্মার, ১০ বছরের যাত্রাপথে উত্থান-পতনের গল্প
৩৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অন্যতম সফল ওপেনার রোহিত শর্মা। ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই শতরান করে নজর কেড়েছিলেন ‘হিটম্যান’। সেই থেকে শুরু, আর তারপরের পথটা ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু শেষ পর্যন্ত সাফল্যের মোড় ঘুরে যায় ওপেনিংয়ে নামার পর।
রোহিত শর্মা ৬৭টি টেস্ট ম্যাচে ৪,৩০১ রান করেছেন ৪০.৫৭ গড়ে। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই শতরান করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র প্রত্যাশা তৈরি করেছিলেন। তবে প্রথম কয়েক বছর মিডল-অর্ডারে খেলে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ফলে দল থেকেও মাঝে মাঝে বাদ পড়তে হয়েছে তাঁকে।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনার হিসেবে তাঁর নতুন যাত্রা শুরু হয়। আর এখান থেকেই রোহিতের টেস্ট কেরিয়ার পায় নতুন দিশা। সাদা পোশাকে তাঁর ব্যাটে আসে ধারাবাহিকতা, ম্যাচ জেতানো ইনিংস, এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। সেই বছরেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের অন্যতম স্তম্ভ হয়ে ওঠেন।
ভারতের ঘরের মাঠ হোক বা বিদেশের কঠিন পিচ, রোহিত শর্মা প্রমাণ করেছেন তিনিও "সব ফরম্যাটের ব্যাটসম্যান"। যদিও ইনজুরি ও ফিটনেসের কারণে মাঝেমধ্যেই ছন্দপতন ঘটেছে, কিন্তু তাঁর সামগ্রিক অবদান ভারতীয় টেস্ট ক্রিকেটে উজ্জ্বল অধ্যায় রচনা করেছে।
রোহিতের টেস্ট বিদায়ে আবেগপ্রবণ ক্রিকেটবিশ্ব। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও তিনি ভারতের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে তাঁর নেতৃত্বে আরও কিছু স্মরণীয় মুহূর্ত উপহার পাওয়ার অপেক্ষায় থাকবে সমগ্র জাতি।