মান্দাটারিতে কার নির্দেশে রাতারাতি নিজের জমির এলার এ নাম বদল! জানলে আপনি চমকে যাবেন!


রাজগঞ্জ, ৭ মে: জমির খতিয়ানে নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে রাজগঞ্জের মান্তা দাড়ি গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি বুধবার রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে বিক্ষোভ দেখান। তাদের দাবি, জমির সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নাম খতিয়ান থেকে মুছে দিয়ে অন্য ব্যক্তির নামে পরিবর্তন করা হয়েছে—তা-ও আবার কোনওরকম নোটিশ ছাড়াই।

স্থানীয় বাসিন্দা আফজল আলী অভিযোগ করেন, “আমার বাড়ির সমস্ত কাগজপত্র আমার কাছে আছে। অথচ আমার বাড়ির জমি নিজের নামে করে নিয়েছেন এখানকার এই প্রভাবশালী নেতা। এলার কেটে জমির মালিকানা বদল হয়েছে, অথচ আমাকে কোনো নোটিশও দেওয়া হয়নি।”

বিক্ষোভকারীদের দাবি, কয়েকদিন আগেও খতিয়ানে তাঁদের নাম ছিল, কিন্তু এখন তা উধাও। এতে তাঁরা আইনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

বুধবার বিক্ষোভকারীরা দপ্তরে এসে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করতে চাইলেও, তিনি অনুপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত সহ-আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা নিজেদের অভিযোগ জানান। অভিযোগ শোনার পর দপ্তরের এক সহ-আধিকারিক বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। যদিও ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

অভিযোগকারীদের একাংশ বলেন, “আমরা নিরীহ মানুষ, নিজেদের জমি নিয়েই আজ প্রশ্ন উঠছে। এটা শুধু জমির লড়াই নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত ও সুবিচার চাই।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, ভূমি দপ্তর কত দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে বিষয়টির নিষ্পত্তি করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন