কেরালা থেকে ফিরেই হাতির হামলায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া এলাকায়।
রাজগঞ্জ, ১৪ মে — কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে ফেরা রাজেশ ওরাও (বয়স আনুমানিক ৪০) প্রাণ হারালেন হাতির হামলায়। গজলডোবা ক্যানেল রোডের ভালোবাসা মোর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রাজেশ ওরাও রাজগঞ্জ ব্লকের মান্দাদারী গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকালই তিনি কেরালা থেকে বাড়ি ফিরেছিলেন। এর ঠিক পরদিনই সকালে বাইরে বের হলে গজলডোবা ক্যানেল রোডে একটি বুনো হাতির সামনে পড়ে যান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, হাতিটি আচমকা এসে রাজেশকে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসী বন্যপ্রাণীর উপদ্রব কমাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।