লোকসভা ভোটের আগে নিরাপত্তার কড়াকড়ি তে রাজগঞ্জের মোড়ে মোড়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বসাচ্ছেন দেখুন একবার!!Look at what the Election Commission of India is placing at the crossroads of Rajganj before the Lok Sabha elections!!
ভোটের আগে নিরাপত্তায় যাতে কোনরূপ ফাঁকফকর না থাকে তাই নেওয়া হচ্ছে যাবতীয় ব্যবস্থা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে । রাজগঞ্জের বেশ কয়েকটি ব্যস্ততম মোড়ে লোকসভা নির্বাচনের আগে ট্রাফিক পয়েন্টে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। লোকসভা নির্বাচনের আগে এলাকায় বাড়তি নজরদাড়ির চালানোর জন্যই সিসিটিভি ক্যামেরার বসানো প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের হাতিমোড়ে সিসিটিভি ক্যামেরা লাগাতে দেখা যায়। রাজগঞ্জ থানার আই সি অনুপম মজুমদার সুত্রে জানা গিয়েছে ১৯ শে জুলাই জলপাইগুড়িতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। সেই নির্বাচন উপলক্ষে বাড়তি নজরদারি রাখার জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। এই সিসিটিভি ক্যামেরা থাকলে ২৪ ঘন্টা নজরদারির মধ্যে থাকবে জাতীয় সরকের হাতিমোর।এর কারন হাতিমোরে নির্বাচনের জন্য নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে, প্রথম অবস্থায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পরবর্তীতে আরো কিছু জায়গায় এই সিসিটিভি ক্যামেরা বসানোর হবে বাড়তি নজরদারির জন্য।