কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির নীতি আদর্শ না মানায় অমিত রায়কে বহিষ্কার Expulsion of Amit Rai for not following the Policy of the Kantapur state demand committee
নিজস্ব সংবাদদাতা,ময়নাগুড়ি :বৃহস্পতিবার ময়নাগুড়ির টেকাটুলিতে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির সদস্যরা সাংবাদিক সম্মেলন করে জানান কেপিপির (অমিত পন্থী) অমিত রায়, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এসে কামতাপুর ভাষা একাডেমীর চেয়ারম্যান ঘোষণা করে এবং যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য ভাগের সমর্থন করে না এবং কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির নীতি আদর্শ না মানার কারণে অমিত রায়কে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি থেকে বহিষ্কার করেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিপ কনভেনার তপতী রায় মল্লিক। অন্যদিকে কেপিপিইউ এর সভাপতি নিখিল রায় নিয়ে তপতী রায় মল্লিক জানান আসন্ন লোকসভা ভোটে নিখিল রায় প্রার্থী দিবেন বলে ঘোষণা করায় আমাদের কমিটির নীতি, আদর্শ ভঙ্গ করেছেন, আমরা যোগাযোগ করলে উনি জানান আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখিল বাবু তার রাজনৈতিক কি সিদ্ধান্ত নেয় জানাবে, তারপরেই কে পি পি ইউ এর নিখিল রায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং আগামীতে জানিয়ে দিব। আজকের এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন মোঃ হাসিবুল, মনোরঞ্জন রায়,দেবেন্দ্রনাথ রায়, সুকুমার রায় সহ কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির অন্যান্য সদস্যরা।