ফুলবাড়ীর গটমাবাড়ির কয়েকটি বাড়িতে রাত্রে কারা এলো ?যে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম!!


শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের গঠোমা বাড়িতে আজ রাত্রে পরপর ছটি বাড়িতে চুরির ঘটনা ঘটে ,এই নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।গঠমাবাড়ির বাসিন্দা ক্ষিতিস রায় জানান পরপর ছটি বাড়িতে চুরির ঘটনা ঘটে আজ রাত্রে। কারো বাড়ি থেকে সোনা গয়না, কারও বাড়িতে জামাকাপড়, আবার কারো বাড়ি থেকে মোবাইল নিয়ে গেছে চোরের দল। আলমারি শোকেস ভেঙে সব লন্ডভন্ড করে দেয়।আর এই ঘটনা নিয়েই এলাকায় আতঙ্কে রয়েছে। রাত্রে পুলিশের টহল দেওয়া দরকার বলে  অনেকে মনে করেন এই এলাকার স্থানীয় মানুষ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন