সড়ক দুর্ঘটনায় আহত তিন,ফুলবাড়ী ট্রাফিক গার্ডের তৎপরতায় প্রাণ ফেরত পেল তিন যুবক!
শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ৩ জন। বুধবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে, জিয়াগঞ্জ এলাকায় এক বাইকে তিন জন যুবক রাস্তায় উঠছিলেন। সে সময় জলপাইগুড়ির দিক থেকে আসা একটি বড় মালবাহী গাড়ির সাথে বাইকটি সংঘর্ষ হয়। এই ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে বাইকে থাকা তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এক প্রত্যক্ষদর্শী । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফুলবাড়ী ট্রাফিক গার্ডের ওসি অসিত সাহা সহ ট্রাফিক পুলিশের কর্মীরা। তিনজনকেই দ্রুত উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠান ফুলবাড়ি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরাই ।আহত তিনজন যুবক হলেন ওম রহমান খয়েরবাড়ির বাসিন্দা, অন্যদিকে স্বপন রায় ও বাপ্পা রায় উভয়ই হলদিবাড়ির বাসিন্দা। অতি তৎপরতার সাথে সঠিক সময়ে ট্রাফিক গার্ডের কর্মীরাই এই তিন যুবককেই ফুলবাড়ি়র এক নার্সিংহোমে ভর্তি করেন বলে তারা আশঙ্কাজন অবস্থা থেকে বেঁচে যান।তিন যুবক এর বাড়িতেই ট্রাফিক পুলিশের কর্মীরাই খবর দেন। পরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিনও আসে ঘটনাস্থলে। দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।