কেন নিজের মন্ত্রিত্ব ছেড়ে দিতে চাইলেন উদয়ন গুহ!
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ ৪৫ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল। পাশাপাশি রাজ্যপালকে দিনহাটা এসে সরেজমিনে সমস্ত দিক খতিয়ে দেখার অনুরোধ করলেন ঠোঁট কাটা মন্ত্রী উদয়ন গুহ।
বুধবার সকালে দিনহাটার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালকে ওপেন চ্যালেঞ্জ করেন মন্ত্রী উদয়ন গুহ।তিনি জানান দিনহাটায় এসে স্থানীয় বাসিন্দা, দোকানদার সহ সকলের সাথে কথা বলে সরেজমিনে খতিয়ে দেখুক রাজ্যপাল । সবকিছুই খতিয়ে দেখার পর যদি কোথাও প্রমাণিত হয় আমি দোষী তাহলে সেই মুহূর্তেই মন্ত্রিত্ব ছেড়ে দেব এবং রাজনীতি থেকে অবসর নেব। গতকাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত দিনহাটার রাজনৈতিক তথা উত্তরবঙ্গের রাজনৈতিক মহল।