চর্চার কেন্দ্রবিন্দু থাকা কোন আই পি এস অফিসারের হল পদোন্নতি, জানলে ভালো লাগবে আপনারও!!
দেশের সারা জাগানো পুলিশ কর্তা মনোজ কুমারের পদোন্নতি,সম্প্রতি বলিউডের ‘টুয়েলভথ ফেল’ খ্যাত ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা মনোজ কুমার শর্মা পদোন্নতি পেয়েছেন। তিনি মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) থেকে ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদে উন্নীত হয়েছেন। মনোজের এই পদোন্নতি তার পেশাজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর আগে আইপিএস কর্মকর্তা মনোজের জীবনের গল্প নিয়ে ২০১৯ সালে ‘টুয়েলভথ ফেল’ নামের একটি উপন্যাস লেখেন ভারতীয় ঔপন্যাসিক অনুরাগ পাঠক। এই উপন্যাস অবলম্বনে একই নামে ২০২৩ বলিউডে সিনেমা বানান পরিচালক বিধু বিনোদ চোপড়া। সিনেমাটি গত বছরের ২৭ অক্টোবর ভারত জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পায়,খুবই জনপ্রিয় হয় এই সিনেমা, বিশেষ করে এই যুবক-যুবতীরা এই সিনেমাকে কঠোর পরিশ্রম করে সাফল্য পাওয়ার উদাহরণ করে তোলে ।আর তখন থেকেই ভারতের আই.পি.এস পুলিশ কর্তা মনোজ কুমার সারা ভারতের চর্চার বিষয় হয়ে ওঠে। ২৯ ডিসেম্বর মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এখানেও অনুপ্রেরণামূলক এই সিনেমাটি দারুণভাবে সাড়া ফেলে।