লোকসভা ভোটের প্রাক্কালে রাজগঞ্জের তৃণমূলের কোন্দল প্রকাশ্যে


রাজগঞ্জে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কোন্দল প্রকাশ্যে । জেলার চেয়ারম্যান কে পেয়ে ক্ষোভ  উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের জেলার যুব সহ-সভাপতি সেখ ওমর ফারুক।রাজগঞ্জে আজ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলার চেয়ারম্যান খগেশ্বর রায়, রাজগঞ্জ বাজারে একটি রাস্তার কাজ দেখতে যায় চেয়ারম্যান খগেশ্বর রায়, তখনি খগেশ্বর রায় কে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন যুব তৃণমূল কংগ্রেসের জেলার সহ-সভাপতি শেখ ওমর ফারুক।খগেশ্বর রায় কে তিনি জানিয়ে দেয় দলের কর্মসূচিতে আমাকে ডাকা হয়না, এলাকায় তৃণমূল কংগ্রেসের অনেক কর্মসূচি হয় সেখানে আমাকে ডাক দেওয়া হয় না, আমি জানতেও পারি না।  এই বিশয়ে শেখ ওমর ফারুক জামায় দলের অনেক অনুষ্ঠান হলেও আমাকে খবর দেওয়া হয় না, বর্তমানে  আমাকে কেউ ফোন করে না তাই দলের কোন অনুষ্ঠানে যাই না, ওরাই জানে কেন ডাকে না, এই বিশয়ে চেয়ারম্যান খগেশ্বর রায় কিছু বলতে না চায় না, অন্য দিকে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানায় দলের সব কর্মসূচি whatsapp গ্রুপে দেওয়া হয়, কেউ দেখেও না দেখার ভান করলে আমাদের কিছু করার নেই, আর এক জন একাধিক পদ পেয়েও কিছু জানে না তা বিশ্বাস করা যাবে না, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা ব্যানার্জিকে ভালোবাসি ।যেভাবেই হোক দলের কোন কর্মসূচির খবর আমরা পেলে আমরা নিজেরাই স্বেচ্ছায় সেখানে যোগদান করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন