দিদির দ্রুত আরোগ্য কামনায় একি করলেন রাজগঞ্জের বিধায়ক!!!


রাজগঞ্জ,পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় মন্দিরে পুজো দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।


শনিবার রাজগঞ্জ বাজার সংলগ্ন কালী মন্দিরে পুজো দেন রাজগঞ্জের বিধায়ক ।সঙ্গে ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার ও তৃণমূল কংগ্রেস রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ আরো অনেকে।

এই বিষয় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর বাবু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে কপালে গভীর চোট পেয়েছেন। এর ফলে উনার বেশ কয়েকটি সেলাইও করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে মন্দিরে পুজো দিলাম আমরা। মায়ের কাছে প্রার্থনা করলাম তিনি তারাতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং পুনরায় তিনি আবার মানুষের কাজে যাতে যোগ দিতে পারেন তাড়াতাড়ি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন