বিধায়ককে সাথে নিয়ে রাজগঞ্জে প্রচার সারলেন তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায়


রাজগঞ্জ বিধানসভার  একাধিক অঞ্চলে প্রচার করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়।রবিবার বেলাকোবা বাজার, টাকিমারি, আমবাড়ি ,রাজগঞ্জ বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করেন তিনি।


লোকসভা ভোটের প্রচারে প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে,রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি , রাজগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি দত্ত সহ স্থানীয় নেতৃত্বরা।

আজ প্রচারের সাথে সাথে রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমবাড়িতে দেওয়াল লিখন করেন প্রার্থী নির্মল চন্দ্র রায় ও বিধায়ক খগেশ্বর রায়।


দেওয়াল লিখনের পর প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন, প্রচারে এসে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি।  কেন্দ্রীয় সরকার যে বাংলার প্রতি বঞ্চনা করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।এই ইস্যুকে নিয়েই আমরা প্রচারে নেমেছি।জেলায় ফলাফল খুব ভালো হবে বলে জানান তিনি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন