দ্রুতগতিতে এগোচ্ছে শিলচর-আইজল চার লেন সড়ক, বদলে যাচ্ছে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা।
দ্রুতগতিতে এগোচ্ছে শিলচর-আইজল চার লেন যুক্ত সড়ক নির্মাণ কাজ
লুক ইস্ট নয়, এখন লুক নর্থ ইস্ট — বদলে যাচ্ছে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থার মানচিত্র
শিলচর থেকে আইজল পর্যন্ত চার লেন যুক্ত সড়ক নির্মাণের কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভারতের কেন্দ্র সরকার ঘোষিত "লুক নর্থ ইস্ট পলিসি"-র আওতায় এই মহাসড়ক নির্মাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মূল লক্ষ্য — উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে সংযোগব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা।
নরসিংহপুর এলাকার বর্তমান দৃশ্যই প্রমাণ করে যে কাজ কতটা গতিশীল ও পরিকল্পিতভাবে এগোচ্ছে। বিশাল মেশিনারি, শ্রমিকদের নিরলস পরিশ্রম, এবং প্রকৌশলগত তৎপরতা এই প্রকল্পকে রূপ দিচ্ছে বাস্তবের ছবিতে।
এই রোড প্রজেক্ট শুধু শিলচর ও আইজলকেই নয়, বরং মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে আসামের সরাসরি যোগাযোগ সহজতর করবে। এতে করে একদিকে যেমন বাণিজ্যিক পরিবহণে গতি আসবে, তেমনই সাধারণ যাত্রীরাও পাবেন দ্রুত ও নিরাপদ যাত্রার অভিজ্ঞতা।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেখানে দুর্গম রাস্তা ও দীর্ঘ সময়ে পৌঁছানো ছিল একমাত্র বাস্তবতা, এখন সেখানে আধুনিক চার লেন সড়ক নতুন আশার আলো নিয়ে এসেছে।