বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতকে ৯৬ রানে হারিয়ে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভোরের আলো থানা।


নিজস্ব সংবাদদাতা,আমবাড়ি,রাজগঞ্জ:,রাজগঞ্জ প্রেসক্লাব আয়োজিত চার দলীয় ক্রিকেট টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে ভোরের আলো থানা একাদশ তুলে নেয় জয়। শক্তিশালী প্রতিপক্ষ বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েত একাদশকে তারা হারিয়ে দেয় ৯৬ রানের বিশাল ব্যবধানে।

প্রথমে ব্যাট করতে নেমে ভোরের আলো থানার ব্যাটসম্যানরা দেখান দুর্দান্ত আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রিত আগ্রাসন। দলের হয়ে ওপেনার উত্তম বিশ্বকর্মা খেলেন ৬০ রানের এক চোখধাঁধানো ইনিংস। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছয়। অপরদিকে, অধিনায়ক বিশ্বজিৎ সরকার দলের ইনিংসকে স্থিতিশীলতা দিয়ে খেলেন ৪৯ রানের এক দুর্দান্ত ইনিংস। তাঁদের যুগল ইনিংসে ভর করে দল তোলে ১২ ওভারে ১৭৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েত একাদশ। ভোরের আলো থানার বোলারদের ধারালো আক্রমণে একে একে ফিরতে থাকেন সব ব্যাটার। 
। শেষ পর্যন্ত নির্ধারিত ১২ ওভারে  নয় উইকেট হারিয়ে ৭৮ রানে থমকে যায় ইনিংস।

ভোরের আলো থানার  বোলাররা নিয়মিত উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেয় বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েত একাদশকে।

ম্যান অফ দ্য ম্যাচ হন উত্তম বিশ্বকর্মা তাঁর ঝলমলে ব্যাটিং পারফরম্যান্সের জন্য।
খেলার শেষে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্লাব কর্মকর্তারা ও দর্শকবৃন্দ। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও স্মারক তুলে দেন অতিথিরা।

চারদলীয় এই টুর্নামেন্টে ভোরের আলো থানা গতকাল রাজগঞ্জ প্রেসক্লাব কে হারিয়ে ফাইনালে ওঠে অপরপক্ষে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েত কে হারিয়ে ফাইনালে উঠে বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েত একাদশ। 
আর আজ ফাইনাল জিতে নেয় ভোরের আলো থানার একাদশ। এই ম্যাচ থেকেই পুলিশরা প্রমাণ করে দেয় ২৪ ঘন্টা ডিউটি করেও খেলা তারা ভুলেনি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন