বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তপবন বৃদ্ধাশ্রম এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে কয়েকশ ছায়া প্রদানকারী চারা গাছ রোপণ রাজগঞ্জে।
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পাগলা হাট এলাকায় তপবন বৃদ্ধাশ্রম এর সূচনা হয় বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষ রোপনের মাধ্যমে। সম্পূর্ণ এলাকায় প্রায় ৭০০ শতাধিক বিভিন্ন ধরনের ছায়া প্রদানকারী বৃক্ষ রোপন করা হয় আজ।উপস্থিত ছিলেন শিলিগুড়ি লাইনস একলব্যের শঙ্খ শুভ্র সান্যাল,সমাজসেবী সুকুমার রায়, দিবাকর রায়, উত্তরবঙ্গের লেখক অশেষ দাস,লেখিকা মিনতি দেব। আজকের অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা কমলেশ পাত্র জানান, এই আশ্রমের ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকায় দরিদ্র ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা, টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারছেনা তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা হবে,বিনা মূল্যে ঔষধ বিতরণ (এলোপ্যাথি ও হোমিওপতি) করা হবে। এমনকি বিনামূল্যে এলাকার কিছু গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য কোচিং এর ব্যবস্থা করা হবে।