বিধংসী আগুনে সর্বস্ব হওয়া রাজীব রায়ের পরিবারকে বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা।Financial assistance from Binnaguri Gram Panchayat to the family of Rajeev Roy who lost everything in the devastating fire.
নিজস্ব সংবাদদাতা,রাজগঞ্জ:আমবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারটির হাতে ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্য ও স্থানীয় নেতৃত্বরা গিয়ে পরিবারটিকে সাহায্য তুলে দেন।
উল্লেখ্য, গত শনিবার আমবাড়ি সংলগ্ন ৯ নং কলোনির বাসিন্দা দিনমজুর রাজীব রায়ের বাড়িতে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ফলে একই বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা বাড়ির জমির কাগজ থেকে শুরু করে ঘরে থাকা সোনা ও গতকাল ব্যাঙ্ক থেকে তুলে প্রায় ১লক্ষ ২৫ হাজার টাকাও পুরে ছাই হয়ে গেছে। এই ঘটনার ফলে সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারটি। এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে এসেছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ স্থানীয় নেতৃত্বরা। দিয়েছিলেন সরকারিভাবে সাহায্যের আশ্বাস। আজ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরিবারটির হাতে ২৫ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। আগামীতেও পরিবারটিকে সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।