প্যারা অলিম্পিকে রুপো বদলে গেল সোনায়।
অলিম্পিকে নিয়মের গেরোয় পড়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশ ফোগাটের। ঠিক তার উলটোটা হল প্যারালিম্পিকে। জ্যাভলিনে নিয়মের সুবাদেই সোনা জিতলেন ভারতের নভদীপ সিং। মাত্র এক ঘণ্টার ব্যবধান। রুপোর পদক বদলে গেল সোনায়।
শনিবার রাতে প্যারা অলিম্পিকে পুরুষদের জ্যাভলিনে এফ-৪১ ক্যাটাগরিতে প্রথমে ৪৭.৩২ মিটার জ্যাভলিন ছুঁড়ে রুপো পেয়েছিলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং। এটাই তাঁর ব্যক্তিগত রেকর্ড। আর ৪৭.৬৪ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন ইরানের বেইত সাইয়া সাদেঘ। ইভেন্ট শেষ হওয়ার পরই তৈরি হয় বিতর্ক। কিছুক্ষণের মধ্যে সংগঠকদের পক্ষ থেকে ইরানের জ্যাভলিন থ্রোয়ারকে ‘ডিসকোয়ালিফায়েড’ বলে ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই নভদীপের রুপোর পদক বদলে যায় সোনার পদকে।