ভোরের আলোর পর্যটকদের কথা মাথায় রেখে সুলভ মূল্যে সব ধরনের খাবার ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে হাজির—হোটেল ক্যানেল ভিউ।
গজলডোবা,রাজগঞ্জ:তিস্তা ক্যানেলের পাশে প্রকৃতির কোলে নির্মল পরিবেশে গড়ে তোলা এই হোটেলে রয়েছে সুসজ্জিত, আরামদায়ক ও প্রশস্ত রুম। এসি, ফ্রি ওয়াইফাই, ২৪ ঘণ্টা রুম সার্ভিস সহ রয়েছে পরিবারের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ। এছাড়াও রয়েছে টি পয়েন্ট, শিশু ও বড়দের জন্য নানা ধরনের আনন্দদায়ক খেলার ব্যবস্থা।
খাবারের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ব্যবস্থা—দেশি-বিদেশি সুস্বাদু খাবার, স্বাস্থ্যসম্মত রান্না ও রুচিশীল পরিবেশন।
এছাড়াও আমাদের রয়েছে কনফারেন্স রুম, ওপেন এয়ার রেস্টুরেন্ট, আউটডোর বারবিকিউ, এবং ক্যাম্পিংয়ের জন্য আলাদা ব্যবস্থা—আপনার প্রতিটি ভ্রমণ হোক স্মরণীয় ও আনন্দময়।
হোটেল ক্যানেল ভিউএর নিজস্ব বর্মন রিটেইল পেট্রোল পাম্প থেকে বিশেষ ছাড়ে কিনুন পেট্রোল ও ডিজেল!
একই ঠিকানায়, সাশ্রয়ী জ্বালানি ও মানসম্মত সেবা এখন একসাথে। ৫০০ টাকার পেট্রোল কিনলে পাবেন এক টাকা ছাড়। কারখানা বা কোন মেশিনারি সংগঠন একটা নির্দিষ্ট সংখ্যায় ডিজেল কিনলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে পেট্রোল পাম্পের পক্ষ থেকে।
বন্ধুবান্ধব, পরিবার কে নিয়ে কাটানো যেকোনো সামাজিক অনুষ্ঠান কিংবা কর্পোরেট আয়োজন—সবকিছুর জন্যই একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য
হোটেল ক্যানেল ভিউ ।
আপনার আরাম, স্বস্তি আর আনন্দ নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
যেকোন অনুষ্ঠান বা বিশদ জানতে কল করুন আমাদের এই নাম্বারে:9953366559/9002932244
আমাদের ঠিকানা: হোটেল ক্যানেল ভিউ , গাজলডোবা তিস্তা ক্যানেল রোড,গেটবাজার,মান্দাটারী। আরো বিশদ জানতে গুগলে সার্চ করুন.
www.hotelcanalview.in